8Ꮌ মাথা দিতে পার ত নেতা হবে । জামরা সকলেই ফাকি দিয়ে নেতা হতে চাই ; তাইতে কিছু হয় না, কেউ মানেন । (আৰ্য্যবাবাগণের জাকই কর, প্রাচীন ভারতের গৌরব ঘোষণা দিন রাতই কর, আর যতই কেন আমরা “ডমমৰ্ম” বলে ডম্ফই কর, তোমরা উচ্চবর্ণের কি বেঁচে আছ ? তোমরা হচ্চ দশ হাজার বচছরের মমি !! যাদের “চলমান শ্মশান” বলে তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন, ভারতে যা কিছু বর্তমান জীবন আছে, উহ। তাদেরই মধ্যে । আর “চলমান শ্মশান” হচ্চ তোমরা। তোমাদের বাড়ী ঘড় দুয়ার মিউসিয়ম, তোমাদের আচার, ব্যবহার, চাল, চলন দেখলেও বোধ হয়, যেন ঠানদিদির মুখে গল্প শুদ্ছি ! তোমাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেও,ঘরে এসে মনে হয়, যেন চিত্রশালিকায় ছবি দেখে এলুম ! এ মায়ার সংসারের আসল প্রহেলিকা, আসল মরু-মরীচিকা, তোমরা ; ভারতের উচ্চ বর্ণেরা। তোমরা ভূত কাল, লঙ, লুঙ, লিট্ সব এক সঙ্গে । বর্তমান কালে, তোমাদের ভারতের উচ্চ বর্ণের মৃত, নীচ বর্ণেরাই যথার্থজীৰিত।
পাতা:পরিব্রাজক.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।