পাতা:পরিব্রাজক.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विशा९ छांद्र তের জাতীয় ীবনকোথা জাসিবে । (te দেখছি বলে, যে বোধ হচ্ছে, ওটা অঙ্গীর্ণতা জনিত দুঃস্বপ্ন। ভবিষ্যতের তোমরা শুষ্ঠ,তোমরা ইং লোপলুপ স্বপ্নরাজ্যের লোক তোমরা, আর দেরি কচ্ছ কেন ? ভূত-ভারত-শরীরের রক্তমাংসহীনকঙ্কালকুল তোমরা,কেন শীঘ্র শীঘ্ৰ ধূলিতে পরিণত হয়ে বায়ুতে মিশে যাচ্ছ না ? হাঁ তোমাদের অস্থিময় অঙ্গুলিতে পূৰ্ব্বপুরুষদের সঞ্চিত কতকগুলি অমূল্য রত্বের অঙ্গরীয়ক আছে, তোমাদের পূতিগন্ধ শরীরের আলিঙ্গনে পূৰ্ব্বকালের অনেকগুলি রত্ন পেটিকা রক্ষিত রয়েছে। এতদিন দেবার সুবিধা হয় নাই, এখন ইংরাজরাজ্যে, অবাধ বিদ্যাচচ্চর্ণর দিনে, উত্তরাধিকারীদের দাও, যত শীঘ্র পার দাও । তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক। বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটার ভেদ করে , জেলে, মালা, মুচি, মেথরের ঝুপড়ির মধ্য হতে । বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উমুনের পাশ থেকে। বেরুক কারখান থেকে, হাট থেকে, বাজার থেকে। বেরুক ঝোড়, জঙ্গল, পাহাড়, পৰ্ব্বত থেকে। এরা সহস্র সহস্ৰ বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে,