পাতা:পরিব্রাজক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮼ পরে বা কি আছে। যাচ্ছি মন্দ্ৰিাজ । এই দক্ষিণাত্যের বেশী ভাগই এখন মান্দ্রাজ । জমিতে কি হয় ? ভাগ্যবানের হাতে পড়ে মরুভূমিও স্বৰ্গ হয়। নগণ্য ক্ষুদ্র গ্রাম মন্দ্রাজ সঙ্গর যার নাম চিন্নাপট্টনম, অথবা মাদ্রাসপট্টনম্, চন্দ্রগিরির রাজ একদল বণিককে বেচেছিল । তখন ইংরাজের ব্যবসা “জাভায় ৷ ” বাস্তাম সহর ইংরাজদিগের আসিয়ার বাণিজ্যের কেন্দ্র। “মান্দ্রাজ” প্রভৃতি ইংরাজি কোম্পানির ভারতবর্ষের সব বাণিজ্যস্থান “বী স্তমের” দ্বারা পরিচালিত । সে বান্তম কোথায় ? আর সে মন্দ্রাজ কি হয়ে দাঁড়াল ? শুধু “উদ্যোগিনং পুরুষসিংহমুপৈতি লক্ষীঃ” নয় হে ভায় ; পেছনে, “মায়ের বল”। তবে উদ্যোগী পুরুষকেই মা বল দেন-এ কথাও মানি । মন্দ্রাজ মনে পড়লে খাটি দক্ষিণ দেশ মনে পড়ে । যদিও কলুকে তার জগন্নাথের ঘাটেই দক্ষিণ দেশের আমেজ পাওয়া যায় ( সেই থর-কামান মাথা, ঝুটি বাঁধা, কপালে অনেক চিত্র বিচিত্র, শুড়-ওলটানো চটিজুতো, যাতে কেবল পায়ের দক্ষিণী চং ।