2や রামামুজের শিষ্যসম্প্রদায় অযোধ্য প্রভৃতি দখল কোরে বসে আছে । এই দক্ষিণী ব্রাহ্মণরা হিন্দুস্থানের ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না, শিষ্য কৰ্ত্তেও চায় না, সে দিন পর্য্যন্ত সন্ন্যাস দিত না। এই মন্দ্রিাজিরাই এখনও বড় বড় তীর্থস্থান দখল কোরে বসে আছে । এই দক্ষিণ দেশেই,—যখন উত্তর ভারতবাসী, “আল্লা হু আকৃবর, দীন দীন” শব্দের সামনে ভয়ে ধন রত্ন ঠাকুর দেবতা স্ত্রী পুত্ৰ ফেলে ঝোড়ে জঙ্গলে লুকুচ্ছিল,—রাজচক্ৰবৰ্ত্তা বিদ্যানগরাধিপের অচল সিংহাসন প্রতিষ্ঠিত ছিল । এই দক্ষিণ দেশেই সেই অদ্ভূত সায়নের জন্ম । যার যবনবিজয়ী বাহুবলে বুককরাজের সিংহাসন, মন্দ্রনায় বিদ্যানগর সাম্রাজ্য, নয়মাগে দাক্ষিণাত্যের সুখ স্বচ্ছন্দ প্রতিষ্ঠিত ছিল —যার অমানব প্রতিভা ও অলৌকিক পরি শ্রমের ফলস্বরূপ সমগ্র বেদরাশির টীকা— যার আশ্চৰ্য্য ত্যাগ, বৈরাগ্য ও গবেষণার ফলস্বরূপ পঞ্চদশী গ্রন্থ—সেই সন্ন্যাসী বিদ্যারণ্যমুনি সায়নের এই জন্মভূমি। মান্দ্রাজ সেই “তামিল”
পাতা:পরিব্রাজক.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।