পাতা:পরিব্রাজক.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ර්‍ම মাথা কামান, কুটি বাধা, শুধু পায়, ধূতিপর মান্দ্রাজি, ফাষ্ট ক্লাসে উঠলে ; বেড়াচ্ছেচেড়াচ্ছে ক্ষিধে পেলে মুড়ি মটর চিবুচ্ছে। চাকররা মান্দ্রাজিমাত্রকেই ঠাওরায় “চেট্রি” অীর “ওদের অনেক টাকা আছে, কিন্তু কাপড়ও পর বে না আর খাবেও না” । তবে আমাদের সঙ্গে পোড়ে ওর জাতের দফা ঘোলা হচ্ছে —চাকররা বলছে। বাস্তবিক কথা,—তোমাদের পাল্লায় পোড়ে মান্দ্রাজিদের জাতের দফা অনেকটা ঘোলা কেন, থকৃথকিয়ে এসেছে। আলাসিঙ্গার ‘সি-সিকনেস্ হল না। তু ভায় প্রথমে একটু আধটু গোল কোরে সামলে বসে আছেন। চারি দিন নানা বাৰ্ত্তালাপে, "ইষ্ট গোষ্ঠিতে” কাটুলো। সামনে কলম্বো। এই— সিংহল, লঙ্কা।. স্ত্রীরামচন্দ্র সেতু বেধে পার হয়ে লঙ্কার রাবণ-রাজাকে জয় করেছিলেন । সেতু ত দেখেছি ; সেতুপতি মহারাজার বাড়ীতে, যে পাথরখানির উপর ভগবান রামচন্দ্র তার পূৰ্ব্ব পুরুষকে প্রথম সেতুপতি-রাজা করেন, ভাও দেখেছি। কিন্তু এ পাপ বৌদ্ধ সিলোনি সিলোনি চং ।