পাতা:পরিব্রাজক.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WりQ R গা ? সে দিন “পুরীতে” কাদের ধরা পাকড় কৰ্ত্তে গিয়ে হুলুস্থূল বাধালে ; বলি-রাজধানীতে পাকুড়া কোরে, প্যাক করবার ওযে অনেক রয়েছে। একটা ছিল মহা দুষ্ট বাঙ্গালী রাজার ছেলে —বিজয়সিংহ বলে। সেটা বাপের সঙ্গে ঝগড়বিবাদ কোরে, নিজের মত আরও কতগুলো সঙ্গি জুটিয়ে জাহাজ কোরে ভেসে ভেসে, লঙ্কা নামক টাপুতে হাজির । তখন ও দেশে বুনো জাতের আবাস, যাদের বংশধরেরা এক্ষণে “বেদা” নামে বিখ্যাত । বুনো রাজা বড় খাতির কোরে রাখলে, মেয়ে বে দিলে। কিছু দিন ভাল মানুষের মত রইল ; তারপর একদিন মাগের সঙ্গে যুক্তি কোরে, হঠাৎ রাত্রে সদলবলে উঠে, বুনো রাজাকে সরদারগণ সহিত কতল, কোরে ফেললে। তারপর বিজয়সিংহ হলেন রাজা। দুষ্ট মির এই খানেই বড় অন্ত হলেন না। তারপর, আর তার বুনোর মেয়ে রাণী ভাল লাগল না। তখন ভারতবর্ষ থেকে আরও লোকজন, আর অনেক মেয়ে, আনালেন। R সিংহলের ইতিহাস।