পাতা:পরিব্রাজক.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\૭તે, ধীরে ধীরে লঙ্কায় প্রবেশ করলে বৌদ্ধর বেগতিক দেখে রাজধানী ছেড়ে, কান্দি নামক পার্বত্য সহর স্থাপন করলে। তামিলরা কিছু দিনে তাও ছিনিয়ে নিলে এবং হিন্দুরাজা খাড়া করলে। তারপর এলে ফিরিঙ্গির দল, স্পানিয়ার্ড, পোর্তুগিজ, ওলন্দাজ । শেষ ইংরাজ রাজা হয়েছেন । কান্দির রাজবংশ তাঞ্জোরে প্রেরিত হয়েছেন, পেনসন আর মুড়গুতমির ভাত খাচ্ছেন । সিলোনের তামিল ভাষা খাটি তামিল, সিলোনের ধৰ্ম্ম খাটি তামিল ধৰ্ম্ম। উত্তর দিলোনে fইঁদুর ভাগ অনেক অধিক ; দক্ষিণ ভাগে বৌদ্ধ, আর রঙ্গ বেরঙ্গের দোআসিলা ফিরিঙ্গি । বৌদ্ধদের প্রধান স্থান, বৰ্ত্তমান রাজধানী কলম্বো, আর হিন্দুদের, জাফনা। জাতের গোলমাল ভারতবর্ষ হতে এখানে অনেক কম। বৌদ্ধদের একটু আছে, বে থার সময় । খাওয়া দাওয়ায় বৌদ্ধদের আদতে নাই ; হিঁদুদের কিছু কিছু। যত কসাই, সব বৌদ্ধ ছিল। আজকাল কমে যাচ্ছে ; ধৰ্ম্ম প্রচার হচ্ছে। বৌদ্ধদের অধিকাংশ ইউরোপ নাম ইন্দ্ৰম পিন্দ্রম এখন বৌদ্ধাধিকারের পরবৃত্তান্ত। বর্তমান আচার ব্যবহার।