পাতা:পরিব্রাজক.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুদ্ধান্তেতিহাস ও বর্তমান বৌদ্ধश* । .१२ গাড়ী গাড়ী মেয়ে দেখলাম—সব ঐ বঙ্গের শাড়ী পরা। বৌদ্ধদের প্রধান তীর্থ কান্দিতে দন্ত-মন্দির। ঐ মন্দিরে বুদ্ধ-ভগবানের একটা দাত আছে। সিলোনির বলে ঐ দাত আগে পুরীতে জগস্নাথ মন্দিরে ছিল, পরে নানা হাঙ্গামা হয়ে সিলোনে উপস্থিত হয় । সেখানেও হাঙ্গামা কম হয় নাই। এখন নিরাপদে অবস্থান করছেন । সিলোনিরা আপনাদের ইতিহাস উত্তমরূপে লিখে রেখেছে। আমাদের মত নয়— খালি আষাড়ে গল্প। আর বৌদ্ধদের শাস্ত্র নাকি প্রাচীন মাগধী ভাষায়, এই দেশেই স্বরক্ষিত আছে। এস্থান হতেই ব্ৰহ্ম সায়াম প্রভৃতি দেশে ধৰ্ম্ম গেছে। সিলোনি বৌদ্ধর তাদের শাস্ত্রাক্ত এক শাক্যমুনিকেই মানে, আর র্তার উপদেশ মেনে চলতে চেষ্টা করে। নেপালি, সিকিমি, ভুটানি, লাদাকি, চীনে, জাপানিদের মত শিবের পূজা করে না ; আর “হৃং তারা” ও সব জানে না। তবে ভূতটুত নামানো আছে। বৌদ্ধরা এখন উত্তর আর দক্ষিণ দু আহ্মায় হয়ে গেছে।