পাতা:পরিব্রাজক.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... bro শক্তিমান জাতির যুদ্ধ-পোতনিচয় পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে। কোথায় কি গোলযোগ হচ্ছে, তাতে সকলেই কুকথা কইতে চায়। নিজেদের প্রাধান্ত, স্বার্থ, বাণিজ্য রক্ষা কর্তে চায় । কাযেই মাঝে মাঝে কয়লার দরকার। পরের জায়গায় কয়লা লওয়া যুদ্ধকালে চলবে না বলে, আপন আপন কয়লা নেওয়ার স্থান করতে চায়। ভাল ভালগুলি ইংরেজ ত নিয়ে বসেছেন ; তারপর ফান্স ; তারপর যে যেথায় পায়—কেড়ে, কিনে, খোসামোদ কোরে—এক একটা জায়গা করেছে এবং করছে। স্থয়েজ খালু হচ্চে এখন ইউরোপ আসিয়ার সংযোগ স্থান । সেটা ফরাসিদের হাতে । কাযেই ইংরেজ এডেনে খুব চেপে বসেছে, আর অন্যান্য জাতও রেডসির ধারে ধারে এক একটা জায়গা করেছে। কখনও বা জায়গা নিয়ে উলটে উৎপাত হয়ে বসে। সাতশ বৎসরের পর-পদদলিত ইটালি কত কষ্টে পায়ের উপর খাড়া হলো ; হয়েই ভাবলে কি হলুম রে —এখন দিগ্বিজয় করতে হবে। ইউরোপের এক টুকরোও কারও নেবার যো নাই ; সকলে মিলে তাকে মারবে।