পাতা:পরিব্রাজক.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

boእ আসিয়ায়—বড় বড় বাঘা ভালকো,—ইংরেজ, রুষ, ফ্রেঞ্চ, ডচ ; এরা আর কি কিছু রেখেছে ? এখন বাকী আছে ছু চার টুকরো আফ্রিকার। ইতালি সেই দিকে চললো। প্রথমে উত্তর আফ্রিকায় চেষ্টা করলে। সেথায় ফুন্সের তাড়া খেয়ে, পালিয়ে এল। তারপর ইংরেজরা রেড সির ধারে একটা জমি দান করলে । মত লব,—সেই কেন্দ্র হতে, ইতালি হাব সি রাজ্য উদরসাৎ করেন। ইতালিও সৈন্ত সামন্ত নিয়ে এগুলেন । কিন্তু হাব সি বাসা মেনেলিক্‌ এমনি গোবেড়েন দিলে, যে এখন ইতালির আফিকা ছেড়ে প্রাণ বাচনি দায় হয়েছে। আবার, রুষের কৃশ্চানি এবং হাব সির কৃশ্চানি নাকি এক রকমের—তাই রুষের বাদুসা ভেতরে ভেতরে হাব সিদের সহায় । জাহাজ ত রেড সির মধ্য দিয়ে যাচ্ছে । পাত্রী বল্লেন “এই-রেড সি,—য়াহুদী নেতা মুসা সদলবলে পদব্রজে পার হয়েছিলেন । আর তাদের ধরে নিয়ে যাবার জন্যে মিসরি বাদস ফেরো যে ফৌজ পাঠিয়েছিলেন তারা-কাদায় >> পাদ্রী যোগেশ ও রেডসি সম্ব স্বীয় পৌরাণিকী কথা ।