পাতা:পরিব্রাজক.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিসরিদের আধ্যাত্মিক মত। মুমি বা মিসরি রাজগণের মৃত (निद ! b8 আরাব বীরদের রঙ্গভূমি—মিসর। সেই ততকাল আগে এরা আপনাদের বৃত্তান্ত পাপিরস্ পত্রে, পাথরে, মাটির বাসনের গায়ে, চিত্রাক্ষরে তন্নতন্ন কোরে লিখে গেছে । এই ভূমিতে আইসিসের পূজা, হোরসের প্রাচুর্ভাব। এই প্রাচীন মিসরিদের মতে—মানুষ মলে তার সূক্ষ শরীর বেড়িয়ে বেড়ায়,কিন্তু মৃত দেহের কোন অনিষ্ট হলেই সে সূক্ষ শরীরের আঘাত লাগে, আর মৃত শরীরের ধ্বংস হলেই সূক্ষ শরীরের একান্ত নাশ ; তাই শরীর রাখবার এত যত্ব। তাই রাজা বাদুসাদের পিরামিড । কত কৌশল ! কি পরিশ্রম ! সবই আহ বিফল! ঐ পিরামিড খুঁড়ে, নানা কৌশলের রাস্তার রহস্য ভেদ কোরে, রত্ন লোভে দস্যরা সে রাজশরীর চুরি করেছে। আজ নয়, প্রাচীন মিসরির নিজেরাই করেছে । পাঁচ সাতশ বৎসর আগে এই সকল শুকনো মড়া, য়াহুদি ও আরাল ডাক্তারেরা, মহৌষধি জ্ঞানে, ইউরোপ শুদ্ধ রোগীকে খাওয়াত। এখনও উহা বোধ হয় ইউনানি হকিমির আসল “মুমিয়া” !!