পাতা:পরিব্রাজক.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জারাবের चङ)मल्ल ! •. বর্তমান জায়াব। bや আরবি দেখেছ ?—সে চলন, সে দাড়াবার ভঙ্গি, সে চাউনি, আর কোনও দেশে নাই। আপাদমস্তক দিয়ে মরুভূমির অনবরুদ্ধ হাওয়ার স্বাধীনতা ফুটে বেরুচ্চে—সেই আরাব । যখন ক্রিশ্চিয়ানদের গোড়ামি আর জাঠদের বর্বরতা প্রাচীন ইউনান ও রোমান সভ্যতালোককে নিৰ্ব্বাণ কোরে দিলে, যখন ইরাণ অস্তরের পূতিগন্ধ ক্রমাগত সোনার পাত দিয়ে মোড় বার চেষ্টা করছিল, যখন ভারতে —পাটলিপুত্র ও উজ্জয়িনীর গৌরবরবি অস্তাচলে, উপরে মুখ কুর রাজবর্গ, ভিতরে ভীষণ অশ্লীলতা ও কামপূজার আবর্জনারাশি–সেই সময়ে এই নগণ্য পশুপ্রায় অরাৰজাতি বিদ্যুদ্বেগে ভূমণ্ডলে পরিব্যাপ্ত হয়ে পড়লো। ঐ ষ্টিমার মক্কা হতে আসছে, যাত্রী ভরা ; ঐ দেখ ইউরোপী পোষাকপর তুর্ক, আধা ইউরোপীবেশে মিসরি, ঐ মুরিয়াবাসী মুসলমান ইরাণীবেশে, আর ঐ আসল আরাব ধুতিপরা–কাছ নেই। মহম্মদের পূৰ্মে কাবার মন্দিরে উলঙ্গ হয়ে প্রদক্ষিণ করতে হত ; তার সময় থেকে একটা ধুতি জড়াতে হয়। তাই আমাদের মোসল