পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৯৭

তৃতীয় স্বপ্ন।

“আমারে ডুবায়ে জলে বধিলি জীবনে,
ডুবিবে জীবন-তরি কালি তোর রণে।”

8৩


চতুর্থ স্বপ্ন।


“আমি পূর্ণগর্ত্তবতা নবীনা যুবতী;
এই দেখ গর্ত্ত মম করিয়া বিদার,
দেখেছিলি সুত মম, ওরে দুষ্টমতি।
কালি রণে পাবি তুই প্রতিফল তার।”

পঞ্চম স্বপ্ন।


“আমি সে হোসন্‌ কুলি, ওরে রে দুর্জ্জন।
যারে তুই নিজহস্তে করিলি নিপাত,
মম শাপে তোর রক্ত হইবে পতন,
যেই খানে করেছিলি মম রক্তপাত;
নিদ্রা যাও আঁজি, পাপি, জন্মের মতন,
অনন্ত-নিদ্রায় শীঘ্র মুদিবে নয়ন।”

88


ষষ্ঠ স্বপ্ন।


“পুরাইতে পাপ-আশা, বালিকা-বয়সে
বলেতে আমারে, পাপি, করি আলিঙ্গন,