পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৪
পলাশির যুদ্ধ।

৫৫

স্বগত চিন্তার স্রোত না হইতে স্থির,
অজ্ঞাতে অন্যত্র চিত্ত হ’লো আকর্ষিত;
ব্রিটিশ যুবক কেহ হইয়া অধীর,
বর্ষিতেছে প্রেমময়, মধুর সঙ্গীত —

সঙ্গীত।



“প্রিয়ে। কেরালাইনা আমার!
কি বলিয়া প্রিয়তমে! হইব বিদায়?
বচন না সরে মুখে,
হৃদয় বিদরে দুঃথে,
উচ্ছ্বসিত আজি প্রিয়ে! প্রেম-পারাবার।
অনন্ত লহরী তাহে নাচিয়া বেড়ায়;
প্রত্যেক কল্লোলে প্রাণ
গায় তব প্রেমগান,
প্রত্যেক হিল্লোলে আজি চুম্বে বারম্বার
প্রিয়ে! কেরোলাইনা আমার।


“প্রিয়ে! কেরোলাইন আমার!
সমুদ্রের এক প্রান্তে ভাসিলে চন্দ্রমা,
সীমা হ'তে সীমান্তরে
হাসে সিন্ধু সেই করে,