পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
১০৫

রজত চন্দ্রিকাময় হয় পারাবার;
তেমতি যদিও তুমি ইংলণ্ডে উদিত,
প্রিয়ে তব রূপরাজি
ভারতে ভাসিছে আজি,
ভাসিতেছে প্রিয়তমে! চিত্তে অভাগার;
প্রিয়ে! কেরোলাইন আমার!


“প্রিয়ে! কেরোলাইন আমার!
যেই দিন দুরাকাজক্ষা-তরী আরোহিয়া
লংঘিয়া প্রবল সিন্ধু,
ছাড়িয়া প্রণয়-ইন্দু,
আসিয়াছে দেশান্তরে প্রণয়ী তোমার,
সেই দিন প্রিয়তমে! আবার, আবার,
আজি এই রণস্থলে,
দুর্নিবার স্মৃতিবলে,
পড়ি মনে উছলিছে প্রেম-পারাবার;
প্রিয়ে! কেরোলাইনা আমার!

8


“প্রিয়ে! কেরোলাইনা আমার!
সরল তরল হাসি মাখিয়া অধরে,