এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
১০৭
৬
প্রিয়ে! কেরোলাইনা আমার!
এই ছিল সারা নিশি তমসা রজনী;
এই মাত্র সুধাকর
বরষি বিমল কব,
রঞ্জিল কিরণজালে সকল সংসার।
হায়! ঐ বিষাদ দীর্ঘ বিচ্ছেদের পরে,
তব রূপ নিরুপম,
আঁধার হৃদয় মম,
আলোকিবে পুনঃ কি এ জনমে আবার?
প্রিয়ে! কেরোলাইনা আমার!
৭
“প্রিয়ে! কেরোলাইনা আমার!
কিম্বা কালি,—ভেবে বুক বিদরিয়া যায়!—
কালি ওই রণাঙ্গনে,
অভাগার দুনয়নে,
সেইকুপ—এই আশা—হইবে আঁধার?
তবে অশ্রুসিক্ত তব ক্ষুদ্র চিত্রখানি
রাখিয়া হৃদয়োপরে,
মরিব প্রণয়ভরে,