পাতা:পলাশির যুদ্ধ.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
পলাশির যুদ্ধ।

২৩

“দাড়া রে! দাঁড়া রে ফিরে! দাঁড়া রে যবন।
দাঁড়াও ক্ষত্রিয়গণ!
যদি ভঙ্গ দেও রণ,”—
গর্জ্জিল মোহনলাল—“নিকট-শমন!

২৪


আজি এই রণে যদি কর পলায়ন,
মনেতে জানিও স্থির,
কারো না থাকিবে শির,
সবান্ধবে যাবে সবে শমন-ভবন।

২৫


“ভারতে পাবি না স্থান করিতে বিশ্রাম;
নবাবের মাথা খেয়ে,
কেমনে আসিলি ধেয়ে
মরিবি, মরিবি, ওরে যবনসস্তান!

২৬


“সেনাপতি! ছিছি এ কি! হা ধিক্ তোমারে!
কেমনে, বল না হায়!
কাষ্ঠের পুতুল প্রায়,
সসজ্জিত দাঁড়াইয়া আছ এক ধারে?