পাতা:পলাশির যুদ্ধ.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
১২১

৪৩

“কোথায় ক্ষত্রিয়গণ সমরে শমন।
ছিছি ছিছি এ কি কায।
ক্ষদ্রকুলে দিয়ে লাজ
কেমনে শক্ররে পৃষ্ঠ করালি দর্শন?

88


“বীরের সন্তান তোরা বীর-অবতার;
স্বকুলে দিলি রে ঢালি
এমন কলঙ্ককালি,
শৃগালের কায, হয়ে সিংহের কুমার!

৪৫


“কেমনে যাবি রে ফিরে ক্ষত্রিয়-সমাজে?
কেমনে দেখাবি মুখ?
জীবনে কি আছে মুখ?
স্ত্রীপুত্র তোদের যত হাসিবেক লাজে!

৪৬


“ক্ষত্রিয়ের একমাত্র সাহস সহায়;
সে বীরত্ব-প্রভাকরে
অর্পি, ভীরু! রাহুকরে,
কেমনে ফিরিবি ঘরে কি ছার আশায়?