এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
পলাশির যুদ্ধ।
৪৭
“কি ছার জীবন যদি নাহি থাকে মান!
রাখিব রাখিব মান,
যায় যাবে যাক্ প্রাণ,
সাধিব, সাধিব সবে প্রভুর কল্যাণ!
8৮
“চল তবে ভ্রাতাগণ। চল পুনর্ব্বার
দেখিব ইংরাজদল,
শ্বেত-অঙ্গে কত বল,
আর্য্যসুতে জিনে রণে হেন সাধ্য কার?
8৯
“বীর প্রসূতির পুত্র আমরা সকল;
না ছাড়িব একজন,
কভু না ছাড়িব রণ,
শ্বেত-অঙ্গে রক্তস্রোত না হলে অচল।
৫০
“দেখাব ভারতবীর্য্য দেখাব কেমন;
বলে যদি হিমাচল,
করে তারা রসাতল,
না পরিবে টলাইতে একটী চরণ!