পাতা:পলাশির যুদ্ধ.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
১২৩

৫১

“যদি তারা প্রভাকর উপাড়িয়া বলে
ডুবায় সিন্ধুর জলে,
তথাপি ক্ষত্রিয়দলে
টলাইতে না পারিবে, বলে কি কৌশলে।

৫২


“সহে না বিলম্ব আর, চল ভ্রাতাগণ।
চল সবে রণস্থলে।
দেখিব কে জিনে বলে!
ইংরাজের রক্তে আজি করিব তর্পণ!”

৫৩


ছুটিল ক্ষত্রিয়দল, ফিরিল যবন;
যেমতি জলধিজলে
প্রকাও তরঙ্গদলে
ছুটে যায়, বহে যবে ভীম প্রভঞ্জন!

৫৪


বাজিল তুমুল যুদ্ধ, অস্ত্রের নির্ঘাত,
তোপের গর্জ্জন ঘন,
ধূম অগ্নি উদগীরণ,
জলধরমধ্যে যেন অশনিসম্পাত।