পাতা:পলাশির যুদ্ধ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
পলাশির যুদ্ধ।

৫৫

নাচিছে অদৃষ্ট দেবী, নির্দ্দয়-হৃদয়!
এই ব্রিটিশের পক্ষে,
এই বিপক্ষের বক্ষে,
এই বার ইংরাজের হল পরাজয়।

৫৬


অকস্মাৎ তুর্য্যধ্বনি হইল তখন,—
“ক্ষান্ত হও যোদ্ধাগণ।
কর অস্ত্র সম্বরণ!
নবাবের অনুমতি কালি হবে রণ।”

৫৭


উখিত কৃপাণ-কর হইল আচল;
সম্মুখ চরণদ্বয়
পবনে উখিত হয়
দাঁড়াল, নবাবসৈন্য হইল চঞ্চল।

৫৮


যেমতি শিখর ত্যাগি’ পার্ব্বতীয় নদী,
করি তরু উন্মুলন,
ছিঁড়ি গুল্ম-লতা-বন,
অবরুদ্ধ হয় শৈলে অর্দ্ধ পথে যদি,