পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
১৩১

তাহে এই রক্তবিন্দু হয়েছে নির্গত?
এস শীঘ্র, প্রসারিয়া ধুসর অঞ্চল,
লুকাও ভারতমুখ দুঃখে অবনত।
আবরিত কর শীঘ্র এই রণস্থল।
রাশি রাশি অন্ধকার করি বরিষণ,
লুকাও অভাগাদের বিকৃত বদন।

১২


“কালি সন্ধ্যাকালে এই হতভাগগণ,—
অহঙ্কারে স্ফীতবুক রমণীমণ্ডলে;
কালি নিশিযোগে লয়ে রমণীরতন
আমোদে ভাসিতেছিল মন-কুতুহলে।
প্রভাতে সমরসাজে সাজিল সকল,
মধ্যাহ্নে মাতিল দর্পে কালান্তক রণে;
না ছুঁইতে প্রভাকর ভূধর-কুন্তল,
সায়াহ্নে শাযিত হ’ল অনন্ত শয়নে।
বিপক্ষ, বান্ধব, অশ্ব, অশ্বারোহিগণ,
একই শয্যায় শুয়ে ক্ষত্রিয় যবন!

১৩


“আসিলে যামিনী দেবী যে বঙ্গ-ভবন,
আমোদে পূর্ণিত হ’ত, সঙ্গীত-হিল্লোল