পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৪
পলাশির যুদ্ধ।

হইবে সমস্ত দ্বীপ প্রতিধ্বনিময়,
গম্ভীরে সাগরে গাবে ইংলেণ্ডের জয়।

১৭


“আর ভারতেব?—সেই চির-অধীনীত?
ভারতেবো নহে আজি অসুখের দিন।
পশিয়া পিঞ্জরান্তবে, বন-বিহণীর
কিবা সুখ, কি অসুখ?—সমান অধীন।
পরাধীন স্বর্গবাস হ’তে গরীয়সী
স্বাধীন নরকবাস, অথবা নির্ভীক
স্বাধীন ভিক্ষুক শুই তরুতলে বসি,
অধীন ভূপতি হ’তে সুখী সমধিক।
চাহি না স্বর্গের সুখ, নন্দন কানন,
মুহূর্ত্তেক যদি পাই স্বাধীন জীবন।

১৮


“ভারতেরো নহে আজি অসুখেব দিন।
আজি হ’তে যবনেরা হ’ল হতবল,
কিবা ধনী, মধ্যবিৎ, কিবা দীন হীন,
আজি হ’তে নিদ্রা যাবে নির্ভয়ে সকল।
ফুরাইল যবনের রাজ্য-অভিনয়;
এত দিনে যবনিকা হইল পতন;