পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
পলাশির যুদ্ধ।

আমা হ’তে এই কর্ম্ম হবে না সাধন।
আজন্ম যাহার অন্নে বর্দ্ধিত শরীর,
কৃতঘ্নতা-অসি—ধর্ম্মে দিয়া বিসর্জ্জন—
কেমনে ধরিব আহা! বিপক্ষে তাহার?
যেই তরুছায়াতলে জুড়াই জীবন,
কেমনে সে তরুমূল কাটিব আবার?
অথবা নিষ্ঠুর মনে, ভূজঙ্গ যেমন,
কোন্‌ প্রাণে, যে গাভীর করি স্তনপান,
দুগ্ধ বিনিময়ে তাবে করি বিষ দান?

১৭


“কৃতঘ্নতা মহাপাপ! বল না আমায়
যেই করে করে মুখে আহার প্রদান,
কোন্‌ জনে সেই কব কাটিবারে চায়?
কৃতঘ্নহৃদয় আহা নরক সমান!
সমান্য যে উপকারী, তার অপকার
করিলে, পাপেতে আত্মা হয় কলুষিত;
একে রাজদ্রোহী, তাহে মন্ত্রী হয়ে তার,
কেমনে কুমন্ত্রে তার করি বিপরীত?
একে রাজ বিদ্রোহিতা! তাহে অনিশ্চিত
এই পাপ পরিণাম—হিত, বিপরীত!