পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৪
পলাশির যুদ্ধ।

আছে,—কিন্তু হায়! এই কলঙ্কসাগরে,
ছিল না কি স্থানে স্থানে রতননিচয়
চিরোজ্জ্বল! ইতিহাসে রক্ষিত আদরে?
ছিল কি সম্রাট মাত্র সম নৃশংসয়?
পাপী আরঙ্গজীব, আল্লাউদ্দিন পামর,
ছিল যদি, ছিল না কি বাবর, আকবর?

২১


“বোলে ব’লে দিবসের অঞ্চলে গোধূলি,
যতই তমসা ব’লে বোধ হয় মনে,
না থাকিলে রবি-বিশ্ব-নয়নপুতলী,—
দিবা ব’লে বোধ হ’ত নিশার তুলনে।
স্বাধীন অপক্ষপাতী আর্য্যরাজ্য পরে,
তেমনি যবনরাজ্য—স্বজাতিপ্রবণ—
যতই কলঙ্কে খ্যাত, কিছু স্থানান্তরে
এত কলুষিত বোধ হ’ত ন কখন।
সন্দেহ, হইত কি না রাবণ ঘৃণিত,
রামের ছায়াতে যদি না হ’ত চিত্রিত।

২২


“কি কায সে সুখ দুঃখ করিয়া স্মরণ,
 ক্ষত হৃদয়ের ব্যথা জাগায়ে আবার?