পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৪৫

পবন স্বননে ত্রস্তে মেলিছে নয়ন,
মনে ভাবি ক্লাইবের সৈন্য-আগমন।

8


কল্পনে! মুরশিদাবাদে আইস ফিরিয়া!
হেন উৎসবের দিনে ছাড়িয়া নগর,
কে যায়,কোথায়? মঞ্জু নিকুঞ্জ ছাড়িয়া
কে প্রবেশে অন্ধকার কানন ভিতর?
উঠিছে আকাশপথে, নগর হইতে
যেই আলোকের জ্যোতিঃ তিমির উজলি,
বোধ হয় দিগ্‌দাহ, অথবা নিশীথে
জ্বলিতেছে দাবানলে দূর বনস্থলী।
উৎসবের কোলাহলে, দুরে হয় জ্ঞান,
আমোদকাননে যেন ছুটেছে তুফান।


“পলাশির যুদ্ধ”—আজি সহস্র জিহবায়
ঘোষিতেছে জনরব প্রভঞ্জন-গতি;
“পলাশির যুদ্ধ”—আজি মর্ম্মরে পাতায়,
স্বনিতেছে সমীরণ, গায় ভাগীরথী।
“পলাশির যুদ্ধ”—শত সহস্র নয়ন
চিত্রিতেছে অশ্রুজলে সহস্র ধারায়;

১০