পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
১১

১৮

“সিংহাসন-চ্যুত করি অভাগা নবাবে,
কোন্‌ অভিসন্ধি বল হইবে সাধন?
লইবে যে রাজদও আপন প্রভাবে,
যমদণ্ড করিলে কে করিবে বারণ?
নাদেরসাহার মত যদি কোন জন,
দিল্লী বিনাশিয়া আসে বঙ্গে বীরভরে,
কেমনে রাখিবে ধন, বাঁচাবে জীবন,
কে বল বাঁধিয়া বুক দাঁড়াবে সমরে?
হরিয়া সর্ব্বস্ব যদি প্রদানে কেবল
বিনিময়ে ভিক্ষাপাত্র, দাসত্ব-শৃঙ্খল?

১৯


“সহজে দুর্ব্বল মোরা চির-পরাধীন।
পঞ্চ শত বৎসরের দাসত্ব জীবন
করিয়ার্ছে বঙ্গদেশ শৌর্য-বীর্য্য হীন,
রক্ষিতে আপন দেশ অশক্ত এখন।
শাসিতে বাঙ্গালা-রাজ্য আপনার বলে
পার যদি, নবাবেরে করিতে দমন,
সাজহ সমরসাজে;—কি কাজ কৌশলে?
নতুবা অধীন থাক এখন যেমন।