এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৬
পলাশির যুদ্ধ।
“পলাশির যুদ্ধ”—কত প্রফুল্ল বদন
হাসিতেছে মনসুখে; লিখিছে ধাতায়
“পলাশির যুদ্ধ”, ওই বসিযা অম্বরে,
ভারত অদৃষ্ট-গ্রন্থে অমর অক্ষবে।
৬
স্থানে স্থানে সমবেত নাগরিকগ
কবিতেছে পলাশির যুদ্ধ আলোচনা;
তাহাঁদের মধ্যে সত্যপ্রিয় যত জন,
প্রশংসিছে ক্লাইবেব বীর্য্য বীবপণী।
যাহাদের সমধিক কল্পনা প্রবল,
তাহাদের মতে কোনো মহামন্ত্রবলে
ক্লাইব বঙ্গীয সেনা রণে হতবল
কবিয়াছে, কোনো উপদেবতার ছলে!
মুখের কল্পনাস্রোতে হলে উচ্ছ্বসিত,
যত অসম্ভব তাহে হয় সম্ভাবিত।
q
শুদ্ধ উপনদীতেও বরিষার কালে।
প্রভূত সলিল যথা হয় প্রবাহিত,
তেমতি উৎসবে এই পুরী-অন্তরালে
বীথিতেও জনস্রোত আজি সঞ্চারিত।