পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫২
পলাশির যুদ্ধ।

একটি বিদ্যুতজ্যোতিঃ মিরণ-শরীরে
আপাদমস্তক যেন হলো সঞ্চালিত;
স্থিরনেত্রে কিছুক্ষণ চাহিয়া প্রাচীরে;
মাদকে অবশ দেহ হইল কম্পিত।
ইংরাজের বীরকণ্ঠ উঠিল ভাসিয়া,
হেন কালে “হিপ হিপ হুর্‌ রে!” বলিয়া।

১৭


ইংরাজ-শিবির-শ্রেণী, অদুর উদ্যানে,
দাঁড়াইয়া স্থিরভাবে নৈশ অন্ধকারে,
শোভিছে নক্ষত্র যথা নিদাঘ বিমানে,
শোভিছে আলোকরাশি উদ্যান আঁধারে
শূন্য করি বাঙ্গালার রাজ্যের ভাণ্ডার,
বহুমূল্য রাশীকৃত সঞ্চিত রতন,
খুলিয়াছে ইংরাজের আমোদ-বাজার,
সুখের সাগরে চিত্ত হয়েছে মগন।
বাঙ্গালার রাজকোষ,—মণিপূর্ণ খনি,—
নিবিড় তমসে মাত্র পূর্ণিত এখনি।

১৮


হায়! মাতঃ বঙ্গভূমি। বিদরে হৃদয়,
কেন স্বর্ণ-প্রসূ বিধি করিল তোমারে?