এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৪
পলাশির যুদ্ধ।
২০
একটী শিবির মধ্যে টেবিল বেষ্টিয়া
বিরাজিছে কাষ্ঠাসনে যুবা কত জন;
যেই বীর্য্য আসিয়াছে পলাশি জিনিয়া,
সুরাহস্তে পরাজিত হয়েছে এখন।
ভগ্ন কাঁচপাত্র, শূন্য সুরার বোতল,
যায় গড়াগড়ি পাশে। তা সবার সনে
কত বীরবর হয়ে আনন্দে বিহবল,
বিস্মৃতির ক্রোড়ে ন্যস্ত ভূতল-শয়নে।
ত্রিভঙ্গ করিয়া অঙ্গ কেহ বা উঠিতে,
সুরার লহরী পুনঃ ফেলিছে ভূমিতে।
২১
শ্রেণীবদ্ধ কাঁচপাত্র টেবিল উপরে
বিরাজিছে—শূন্য কিম্বা অর্দ্ধশূন্য সব।
এই পূর্ণ করিতেছে বোতল-নির্ঝরে;
মধুর নিক্কণে এই—সুমধুর রব!—
প্রণয়মিলনে সবে চুম্বি পরস্পরে
উঠিল, হইয়া শূন্য যেন ইন্দ্রজালে,
উক্তরিল বজ্রনাদে টেবিল উপরে।
সুরাসঙ্কোচিত রক্ত নেত্রে হেন কালে,