পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৫৫

মদিরামার্জ্জিত কণ্ঠে যুবক সকল,
আরম্ভিল উচ্চৈঃস্বরে সঙ্গীত সরল।

২২


গীত।



এ সুখের দিনে প্রফুল্ল অন্তরে
গাও মিলি সবে ব্রিটনের জয়!
বীরপ্রসবিনী পৃথিবী ভিতরে,
ভূতলে অজেয় বৃটনতনয়!
ব্রিটনের কীর্ত্তি করিতে প্রচার,
পিয়ে এই গ্লাস, অমৃত-আসার,
গাও সবে মিলি, গাও তিন বার,—
হিপ্‌—হিপ্‌—হুর রে!
হিপ্‌— হিপ্‌—হুর রে!
হিপ্‌-হিপ্‌—হুর রে!


ভূপতির শ্রেষ্ঠ বৃটন-ঈশ্বর;
সমুদ্র রাজ্যের পরিখা যাহার;
জিনিয়া অনস্ত অসীম সাগর,
দ্বিতীয় জর্জের মহিমা অপার।