এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
পলাশির যুদ্ধ।
রাজপদে, মন্ত্রিপদে, আছি বিরাজিত,
অদৃষ্টকে ধন্যবাদ দাও সমুচিত।
২০
“সিরাজ দুর্দ্দান্ত অতি, নিষ্ঠুর পামর,
মানি আমি। কিন্তু বল বনের শার্দ্দুল
পোষে নাকি? পোষে নাকি কালবিষধর
বুদ্ধির কৌশলে?—তবে কেন হেন ভুল?
ধর্ম্মনীতি, রাজনীতি পাপ-পুণ্যভয়,
সবে মিলি কর যদি হৃদয়ে সঞ্চার,
এই যে অনমনীয় দুষ্প্রবৃত্তিচয়,
হইবে কোমল যেন কুসুমের হার।
শীতল সৌরভরূপে শান্তির বিধান
হইবে সমস্ত বঙ্গে, স্বর্গের সমান।
২১
“নাহি কাজ অতএব পাপ-মন্ত্রণায়;
কি কাজ পাপেতে আত্মা করি কলুষিত!
মজিয়া মোহের ছলে, মাতি দুরাশায়,
কি জানি ঘটাব পাছে হিতে বিপরীত!”
এইরূপে ভবিষ্যত কহি মন্ত্রিবর
নীরবিল। মুহূর্ত্তেক নীরব সকল।