এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৬
পলাশির যুদ্ধ।
দীর্ঘজীবী তাঁরে করুন ঈশ্বরে!—
পান কর সবে এ কামনা করে।
গাও তিন বার প্রফুল্ল অন্তরে,—
হিপ্—হিপ্—হুর রে!
হিপ্—হিপ্—হুর রে!
হিপ্—হিপ্—হুর রে!
৩
জিনিয়াছি সবে যেই সিংহবলে,
পলাশির রণ হাসিতে হাসিতে;
গাও জয় তাঁর,—ধ্বনি কুতূহলে
উঠুক আকাশে ভূতল হইতে!
ঢাল সুরা ঢাল, ঢাল আরবার!
সুদীর্ঘ জীবন হউক তাঁহার!
পান কর মুখে! গাও তিন বার,—
হিপ্—হিপ্-হুর রে!
হিপ্—হিপ্—হুর রে!
হিপ্—হিপ্-হুর রে!
8
ডুব ডুব করি ঢাল এই বার,
এবার অনুঢ়া বৃটিশ-ললনা!