এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৫৯
সঙ্গীতের ধ্বনি মনে সিংহনাদ গণি,
ভূতলে মূচ্ছিত হয়ে পড়িল রমণী!
২৬
কিছুক্ষণ পরে বাম হয়ে সচেতন,
ভাবিতে লাগিল,—“আহা! প্রাণেশে আমার
নিশ্চয় এসেছে দস্যু করিতে নিধন;
জন্মের মতন নাথে দেখি একবার,”—
ছুটিল বিদ্যুত্বেগে উন্মাদিনী প্রায়।
অবরুদ্ধ কক্ষ হ’তে হইতে নির্গত,
অমনি কপালে দৃঢ় কপাটের ঘায়ে
পড়িল ভূতলে স্বর্ণ-প্রতিমার মত।
ছুটিল শোণিতস্রোত তিতিয়া কপাল,
ভাসিল লোহিত জলে সোণার মৃণাল!
২৭
হায় রে অদৃষ্ট! যেই রমণী-শরীর
সুকুমার-শয্যা-গর্ভে হইয়া শায়িত
হইত ব্যথিত; এ কি নির্ব্বন্ধ বিধির,
ইষ্টক উপরে ওই আছে নিপতিত।
পিপীলিকা-দস্তাঘাতে, বেষ্টিয়া যাহারে
শুশ্রূষা করিত শত পরিচারিকায়;