পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৩
পলাশির যুদ্ধ।

আজি সে যে নিদারুণ লোহার প্রহারে
মূর্চ্ছাপন্ন একাকিনী ইষ্টক-শয্যায়;
রাজরাণী পড়ে হায়! ভিখারিণী মত,
সোণার কমল, আহা, এইরূপে ক্ষত!

২৮


যায় নাই প্রাণ,—প্রাণ যাইবে বা কেন?
এত সুকুমার নহে দুঃখের জীবন।
দুঃখীর মরণ হলে স্বল্পে সিদ্ধ হেন,
ধরায় অর্দ্ধেক দুঃখ হইত স্বপন।
যায় নাই প্রাণ;—বামা কিছুক্ষণ পরে,
সুদীর্ঘ নিশ্বাস ছাড়ি জাগিল আবার।
লৌহাঘাত, রক্তপাত, পড়িয়া প্রস্তরে—
নাহি কিছু জ্ঞান; কিসে প্রাণেশে উদ্ধার
করিবে ভাবিছে মনে; কিসে একবার
লহবে হৃদয়ে সেই প্রেম-পারাবার।

২৯


“হে বিধাতঃ!”—শোকে সতী নিবিড় আঁধারে
বলিতে লাগিল ধীরে করি যোড় কর,
চাহি উর্দ্ধ পানে, ভাসি নয়ন-আসারে,
অশ্রু সহ রক্তবিন্দু ঝরে দরদর;—