এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৬
পলাশির যুদ্ধ।
গর্জ্জিছে জীমূত-নাদে; নাহি বেলাসীমা,
ছুটিছে অনল-উর্ম্মি দিগন্ত ব্যাপিয়া;
অতি ভয়ঙ্কর সেই অনল-নীলিমা।
সে নীল তরল বহ্নিসাগরে ভাসিয়া
অসংখ্য মানববৃন্দ, দগ্ধ কলেবর,
অনন্ত কালের তরে দহে নিরস্তর।
৩৯
এই দগ্ধ দেহে তপ্ত তরঙ্গ-প্রহারে,
অস্থি হ’তে মাংসরাশি ফেলিছে খুলিয়া,
উলঙ্গ করস্কে পুনঃ, প্রচণ্ড হুঙ্কারে,
দিতেছে স্খলিত মাংস সংলগ্ন করিয়া।
অনুভব-অতিক্রম দারুণ পীড়ায়
করিতেছে দগ্ধ দেহ ভীষণ চীৎকার।
এই দৃশ্যে, হাহাকারে, অনল-শিখায়,
কেশরাশিতেও কম্প হ’ল অভাগার।
অকস্মাৎ হতভাগা দেখিল তখন,
এ অনল-পারাবারে হয়েছে পতন।
8O
কি যন্ত্রণা নিদারুণ করংক ভিতর!
দংশিতেছে বজ্রদন্তে কীট সংখ্যাতীত