এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭০
পলাশির যুদ্ধ।
কি হইবে অভাগার বধিলে জীবন?
থাক্ হত গৌরবের পতাকার ন্যায়।
হাবাইয়া ধন, মান, রাজ্য, সিংহাসন,
কারাগারে হতভাগা কাটাক্ জীবন!
৪৬
গভীর নিশীথ; নৈশ প্রকৃতি গভীর;
স্থিরভাবে দাঁড়াইয়া বিশ্ব চবাচর;
কৃষ্ণপক্ষ রজনীর ববণ তিমির,
ক্রমে ক্রমে হইয়াছে আরো গাঢ়তব।
মাতঃ বসুন্ধবে! হেন নিবিড় নিশীথে
হিংস্র জন্তুবাও বনে বিববে নিদ্রিত;
হায়! এ সমযে কেন ধরা কলঙ্কিতে,
মানবের পাপলিপ্সা হয় উত্তেজিত?
বসুমতি। বঙ্গভূমি! যাও রসাতল!
লইও না এই পাপ পাতি বক্ষঃস্থল।
8৭
কি করিস্! কি কবিস্ ওরে অনুচর।
তুলিস্ না তীক্ষ্ণ অসি, ওরে নৃশংসয়।
ক্ষমা কব্! ক্ষমা কর্। অনুরোধ ধর।
এই পাপে যবনের ঘটিবে নিরয়।