পরিশিষ্ট । معسهم زنجيت مع عمه محمه ক—১ম সর্গ ২৫ শ্লোক ১৮৬৯ ইংরাজির কোন এক সখ্যক অমৃতবাজার প্রত্রিকাতে "সিরাজদ্দৌলার রাজত্ব গেল কেন ?” শীর্ষক যে একটি প্রস্তাব প্রকটিত হয় তাহ হইতে এই ঘটনানিচয় গৃহীত হইল। খ—২য় সর্গ ২৭ শ্লোক মান্দ্রাজে এক দুরন্ত সৈনিককে ক্লাইব ডুয়েল যুদ্ধে হত করেন। এই ঘটনা মেকলিতে বিস্তার বর্ণিত আছে । গ—৫ম সর্গ ৩য়শ্লোক আমি কোন একজন বঙ্গ-সাহিত্যসমাজে সুপরিচিত বন্ধুর মুখে শুনিয়াছি, পলাশির যুদ্ধের কিছুদিন পূৰ্ব্বে সিরাজদৌল মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুঙ্গের দুর্গে কারারুদ্ধ করিয়া রাখিয়াছিল। এ যুদ্ধের প্রাক্কালে তাহার প্রাণদণ্ডের অনুমতিও প্রেরণ করিয়াছিল। কিন্তু মহারাজ ইষ্টদেবতার পূজা সাঙ্গ করিয়া রাজদণ্ড গ্রহণ করিতে অবকাশ লইয়া, এত দীর্ঘ পূজা আরম্ভ করেন যে যুদ্ধ শেষ হইয়া যায় এবং ক্লাইবের দূত যাইয়া তাহার প্রাণ রক্ষা করে। তদবস্থিত মহারাজের একখানি চিত্ৰপট অদ্যাপি কৃষ্ণনগর-রাজভূবনে আছে বলিয় বন্ধু আমাকে বলিয়াছেন
পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।