এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৵০
ঘ—৫ম সর্গ ১৬ শ্লোক—
যশোহর অবস্থিতি কালে কোন এক জন বন্ধুব মুখে শুনিয়াছিলাম, মিরজাফর সিংহাসনে আরোহণ কবিলে তৎপুত্র পাপিষ্ঠ মিবণ দ্বেষপরবশ হইয়া দিবাজদ্দৌলাব উপপত্নীবৃন্দকে একটি তরণীসহ ভাগীরথীগর্ভে মগ্ন করে। হতভাগিনীগণ নিমজ্জিত হইবার সময়ে মিবণকে তিনটি অভিশাপ প্রদান কবিযাছিল,— প্রথমটি মিরণের বজ্রাঘাতে মৃত্যু হইবে, দ্বিতীয়টি মিরজাফর অচিবে সিংহাসনচ্যুত হইবে, তৃতীযটি স্বামাব স্মরণ হইতেছে না। এই গল্পটি সত্য কি মিথ্যা তাহা বচযিতা বলিতে পাবেন না, তাই কাব্যলেখকের জানিবাবও আবশ্যক কবে না, কারণ তঁহাব পথ নিষ্ক টক।