পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] একীভূত নূতন মূৰ্ত্তিতে ভাসিয়া উঠে; এবং বঙ্গভূমি, ভারতবর্ষ ও সমস্ত এদিয়া-ভূখণ্ডে এইক্ষণ যে পরিবর্তনের চক্র অবিরাম গতিতে জীর্নিশ চলিতেছে, প্রকৃত প্রস্তাবে এখানেই তাহ প্রথম চালনা পায়। যদি ইতিহাসে পলাশির যুদ্ধ না থাকিত, তবে এদেশের অবস্থা এইক্ষণ কিরূপ হুইত,তাহ চিন্তা করাও কঠিন। লোকে এইক্ষণ যে যুগান্তপ্রলয় ও অভিনব স্বষ্টি দেখিয়া কখন আশায় উৎফুল্ল, কুখনও বিষাদে অবসর হইতেছে, তাহার চিহ্নও কুত্ৰাপি পরিলক্ষিত হইত কি না, সন্দেহের কথা। বস্তুতঃ সমালোচ্য গ্রন্থে পলাশির যুদ্ধ যে ভাবে কল্পিত হইয়াছে, তাহ অতি উচ্চ শ্রেণীর কল্পনার পরিচয় দেয়, এবং সমগ্র চিত্রটিকে হৃদয়ে গ্রহণ করিতে ইষ্টলে ইতিহাস-শৈলের উদ্ধতম শৃঙ্গে আরোহণ করিয়া ভারতের মানচিত্রকে পুনরায় কবির চক্ষে নিরীক্ষণ করা আবগুক হয় । মহিলে পলাশির যুদ্ধ কিছুই নহে। আমরা শুদ্ধ কল্পিত বিষয়ের উচ্চতা, প্রসার ও অতুল গৌরব স্বরণ করিয়াই কবির প্রশংসা করিতেছি না । এই কল্পনায় নবীন বাবুর আর একটি বিশেষ প্রশংসা আছে । তিনি ষে পথে গমন করিয়াছেন, সে পথে কেহই তাহার পূৰ্ব্বে পাদক্রম করেন নাই। তিনি যে ‘মণিপূর্ণ খনিতে সাহস সহকারে প্রবিষ্ট হইয়াছেন, তাহার অভ্যন্তরে কেহই র্তাহার জন্তু আলোকবৰ্ত্তিক স্থাপন করেন নাই। বিদ্যাপতি ও চণ্ডীদাস প্রভৃতির সময় হইতে এদেশে যিনিই যে কোন কাব্য প্রণয়ন করিয়াছেন, তিনিই একটা পুরাতন অবলম্ব পাইয়াছেন । কেহ পুরান ফুলে নূতন মালা গাঁথিয়াছেন ; কেহ নুতন ফুলে পুরান স্বত্র ব্যবহার कद्विब्रांtछ्न | नौन बांबूत उांश श्ब्र माहे। ॐांशंद्र अवशर्ष पश्शङ्ग ७