পাতা:পলাশির যুদ্ধ.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ३२ } দোষ কিংবা অপূর্ণত এই যে, ইহাতে মমুখ্য চবিত্রের বিশদ চিত্র নাই। ইহার পাঠাবসানে মনে কতকগুলি অত্যুৎকৃষ্ট ভাব এবং অত্যুৎকৃষ্ট বর্ণনা দৃঢ় নিবন্ধ থাকে, কিন্তু উৎকৃষ্ট কি অপকৃষ্ট বোন একটি চরিত্র তেমন চিত্রিত থাকে না । নবীন বাবু প্রতিভা সম্পন্ন ব্যক্তি। আমরা ভরসা করি, তিনি ভবিষ্যতে আমদিগের এই ক্ষোভ দুব করিবেন। বঙ্গভাষা স্বদেশ fতৈষী সহৃদয় বঙ্গবাসীয় প্রাণ-স্বরূপ। সেই বঙ্গভাষা বাহ কর্তৃক অলস্কৃত হইল, র্তাহাকে অবস্ত আমরা ভাল বাসিব। এবং র্যাহাকে তাল বাসিব তাহার নিকট কেন না আশা করিব ? বঙ্গদর্শনে y বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পলাশির যুদ্ধ ঐতিহাসিক বৃত্তান্ত। এবং পলাশির যুদ্ধ জনৈতিহাসিক বৃত্তান্ত । কেন না ইহার প্রকৃত ইডিহাস লিখিত হয় নাই। মুক্তরাং কাব্যকারের ইহাতে বিশেষ অধিকার। এই জন্তই বোধ হয়, মেকলে ক্লাইবের জীবনচরিত নামক উপন্যাস লিখিয়াছেন। স্বাহী হউক তাহার সঙ্গে আমাদের এক্ষণে কাৰ্য্য নাই; নবীন বাৰুর গ্রন্থের कधं वृठिी ! x * প্রথমসঙ্গে, নবদ্বীপনিবাস্ত্রী রাজা কৃষ্ণচন্দ্র প্রভৃতি পাঁচজন বঙ্গীয় প্রধান ব্যক্তির শেঠদিগের আগারে বসিয়া সেরাজউদৌলাকে রাজক্ষুন্ত করিবার পরামর্শ করিতেছেন। এই সর্গ যে কাব্যের পক্ষে বিশেষ