পাতা:পলাশির যুদ্ধ.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २४ } যথার্থ কবির স্বষ্টি; রাজলক্ষ্মীকে কবি এক অপূৰ্ব্ব মহিমার শোভায় পরিমণ্ডিত করিয়াছেন । (२इ गर्भ ७५ शहैरङ ७७ cश्नांक)র্তাহার বাক্যগুলি আকাশগ্ৰন্থত মেঘধ্বনির দ্যায় আমাদের কর্ণকুহরে প্রবেশ করে। (২য় সর্গ ৫০ শ্লোক )— ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের বর্ণনায়, কবির কবিত্ব প্রকাশ। নিম্নোদ্ধৃত ক্ষুদ্র চিত্রটি দেখ– ( ২য় সর্গ ৫৪ শ্লোক ) • ঐ তরণীর নাবিকদিগের গীত অতি মনোহর-বায়রণের যোগ্য। গীতটি শুনিয়া বায়রণকৃত নাবিকদম্বার গীত মনে পড়ে। (গীত ৬৯ পৃষ্ঠা )— তৃতীয় সর্গের আরম্ভে সিরাজদ্দৌলার শিবিরে মৃত্য গীতের ধূম পড়িয়া গিয়াছে। এমত সময়ে, সঙ্গস ইংরূেজের বজ্র গর্জিথা উঠিল। পুনশ্চ, বায়রণ কৃত, ওয়াটালুর যুদ্ধের পূর্বরাত্রির বর্ণনা স্মরণ পড়ে— “There was a sound of revelry by night” &c. নিলিখিত গায়িকার বর্ণনাও বায়রণের যোগ্য— বাণী-বীণা-বিনিন্দিত স্বর মধুময় বহিছে কাপায়ে রক্ত ধরযুগল ; বহিতেছে সুশীতল বসন্তমলয় চুম্বি পারিজাত যেন, মাধি পরিমল ;