পাতা:পলাশির যুদ্ধ.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হয় নাই। কিন্তু এ কাব্যের কার্য অতি মন্বগামী, ইহা পুৰ্বেই বলিয়াছি । পঞ্চম সর্গে জেতৃগণের উৎসব, সিরাজদৌলার কারাবাস ও মৃত্যু বর্ণিত হইয়াছে। মেঘনাদবধ, বা বুত্রসংহারের সহিত এই কাব্য তুলনা করিতে চেষ্টা পাইলে, কবির প্রতি অবিচার করা হয়। ঐ কাব্যদ্বয়ের ঘটনা সকল কাল্পনিক, অতি প্রাচীন কালে ঘটয়াছিল বলিয়া কল্পিত এবং মুরাসুর রাক্ষস বা অনুমাষিক শক্তিধর মনুষ্যগণ কর্তৃক সম্পাদিত ; সুতরাং কবি সে ক্ষেত্রে যথেচ্ছাক্রমে বিচরণ করিয়া, আপনার অভিলাষ মত স্বষ্টি করিতে পারেন। পলাশির যুদ্ধের ঘটনা সকল ঐতিহাসিক; আধুনিক ; এবং আমাদিগের মত সামান্ত মনুষ্যকর্তৃক সম্পাদিত । সুতরাং কবি এস্তলে, শৃঙ্খলাবদ্ধ পক্ষীর স্তায় পৃথিবীতে বদ্ধ, আকাশে উঠিয়া গান করিতে পারেন না। অতএব কাব্যের বিষয়নিৰ্ব্বাচন সম্বন্ধে নবীন বাবুকে সৌভাগ্যশালী বলিতে পারিনা। তবে, এই কাব্যমধ্যে ঘটনাবৈচিত্র্য স্বাক্টবৈচিত্র্য, সত্যটন করা, কবির সাধ্য বটে। তৎসম্বন্ধে নবীন বাৰু তাদৃশ শক্তি প্রকাশ করেন नाहै। বৃত্রসংহারের একটি বিশেষ গুণ এই যে, সেই এক খানি কাব্যে উৎকৃষ্ট উপাখ্যান আছে, নাটক আছে, এবং গীতিকাব্য আছে। পলাশির যুদ্ধে, উপাখ্যান এবং নাটকের ভাগ অতি অল্প—গীতি অতি প্রবল। নবীন বাবু বর্ণনায় এবং গীতিতে এক প্রকার মন্ত্রসিদ্ধ। সেইজন্ত পলাশির যুদ্ধ এত মনোহর হইয়াছে। এই সকল বিষয়ে তাহার লিপিগুণাণীর সঙ্গে বায়ণের লিপিগুণা