পাতা:পলাশির যুদ্ধ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
১৬

প্রতিহিংসা-প্রতিহিংসা—প্রতিহিংসা সার,
প্রতিহিংসা বিনে মম কিছু নাই আর!”

২৯


নীরবিলা শেঠ-শ্রেষ্ঠ। অরুণ-লোচনে
হতেছিল যেন অগ্নি-স্ফুলিঙ্গ নির্গত।
অধর রক্তাক্তপ্রায় দশন-দংশনে;
মুষ্টিবদ্ধ কুরদ্বয়। “স্বপনের মত”—
বলিলেন রাজা রাজবল্লভ তখন,
“বোধ হয় পাপিষ্ঠের অত্যাচার মত;
নর-প্রকৃতিতে নাহি সস্তুবে কখন।
মনুষ্য-হৃদয় নহে পাপাসক্ত এত।
এই অল্প দিনে, দেহ হয় রোমাঞ্চিত,
কি পাপে না বঙ্গভূমি হ’লো কলুষিত।

৩০


“ক্রমে পাপলিপ্সা-স্রোত হ’তেছে বিস্তার।
এই দুর্নিবার নদী, কে বলিতে পারে,
কোথা হবে পরিণত? কিছুদিন আর,
সতীত্ব-রতন এই বঙ্গের ভাণ্ডারে
থাকিবে না,—থাকিবে ন কুলশীলমান
বঙ্গবাসীদের হায়! এখনো সবার