পাতা:পলাশির যুদ্ধ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
পলাশির যুদ্ধ।

সেনকুল-কুলাঙ্গার, গৌড়-অধিপতি,
সপ্তদশ অশ্বারোহী তুরকের ডরে,
কি কুলগ্নে কাপুরুষ বৃদ্ধ নরপতি
তেয়াগিল সিংহাসন সত্রাস অস্তবে!
সেই দিন হ’তে যেই দাসত্ব-শৃঙ্খল
প’ড়েছে বঙ্গের গলে, আর্যসুত-বল

৪২


“আর কি পরিবে তারে কবিতে খণ্ডন?
জানেন ভবিতব্যতা! কিম্বা এ শৃঙ্খল
জেতৃভেদে কতবাব হইবে নূতন
কে বলিবে। কে বলিতে পাবে রণস্থল
পাণিপথে কত বার হবে পরীক্ষিত
ভাবত-অদৃষ্ট হায! গিয়াছে পাঠান;
গতপ্রায মোগলেরা; কিন্তু শৃঙ্খলিত
আছে এক ভাবে যত ভারত সস্তান
সার্দ্ধ পঞ্চশত-বর্ষ! না জানি কখন
ভারত-দাসত্ব বিধি করিবে মোচন!

৪৩


“কিন্তু কি কবিবে, হায়! জিজ্ঞাসি আবার
কি করিবে? সেই দিন করিয়া মন্ত্রণা,