এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
২৯
কেমনে দিলেন সায় একবাক্যে সব,
বুঝিতে না পারি আমি; না বুঝিনু, হায়!
ভবাদৃশ বীরগণ, বীরবংশোদ্ভব—
কেমনে হীন মন্ত্রে উত্তেজিত,
আমি ষে অবলা নারী, আমার ঘৃণিত।
৫১
“লক্ষ্মণস্লেনের সেই কাপুরুষতায়
সহি এত ক্লেশ। তবে জানিলে কেমনে
তোমাদের ঘৃণাম্পদ এই মন্ত্রণায়
ফলিবে কি ফল পরে? ভেবে দেখ মনে,
সেনাপতি সিংহাসনে বসিবেন যবে,
তিনি যদি এতাধিক হন অত্যাচারী,—
ইংরাজ সহায় তাঁর,—কি করিবে তবে?
এ পাণ্ডিত্য আমি নারী বুঝিতে না পারি।
বঙ্গভাগ্যে এ বীরত্বে ফলিবে তখন
দাসত্বের বিনিময়ে দাসত্বস্থাপন।
৫২
“মহারাজ! একবার মানস-নয়নে
ভারতের চারিদিকে কর দরশন!
মোগল-গৌরব-রবি, আরঙ্গ জিব সনে