পাতা:পলাশির যুদ্ধ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
পলাশির যুদ্ধ

৫৬

“বিষম বিকল্প স্থানে আছি দাঁড়াইয়।
আমরা, অদূরে রাজ-বিপ্লৱ দুর্ব্বার।
নাহি কাজ অদৃষ্টের সিন্ধু সাঁতারিয়া,
ভাসি স্রোতোধীন, দেখি বিধি বিধাতার।
কেন মিছে খাল কেটে আনিবে কুমীরে?
প্রদানিবে স্বীয় হস্তে স্বগৃহুে অনল?
বরিয়া ক্লাইবে, খড়গ নবারের শিরে
প্রহারি চক্রাস্তবলে, লভিবে কি ফল?
ঘুচিবে কি অত্যাচার, বল নৃপবর!
অধীনতা, অত্যাচার নিত্য সহচর।

৫৭


“জ্ঞানহীন নারী আমি, তবু মহারাজ!
দেখিতেছি দিব্য চক্ষে, সিরাজদ্দৌলায়
করি রাজ্যচ্যুত, শাস্ত হবে না ইংরাজ।
বরঞ্চ হুইরে মত্ত রাজ্য-পিপাসায়।
যেই শক্তি টলাইবে বঙ্গ-সিংহাসন,
থামিবে না এইখানে; হয়ে উগ্রতর,
শোণিতের স্বাদে মত্ত শার্দ্দুল যেমন,
প্রবেশিবে মহারাষ্ট্র সৈন্যের ভিতর।