এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
পলাশির যুদ্ধ।
কোথায় না হিন্দুদের আছে অধিকার?
সমরে, শিবিরে, হিন্দু প্রধান সহায়।
অচিরে যবন-রাজ্য টলিবে নিশ্চয়;
উপস্থিত ভারতেব উদ্ধার সময়।
৬০
“অন্ততরে-ইংরাজেরা নব্য পরিচিত;
ইহাদের রীতি নীতি আচার বিচার
অণুমাত্র নাহি জানি। না জানি নিশ্চিত
কোথায় বসতি, দুব সমুদ্রের পাব।
বানর-ঔরসে জন্ম রাক্ষসী-উদরে—
এই মাত্র কিম্বদন্তী; আকারে, আচারে,
ভয়ানক অসাদৃশ্য। বাণিজ্যের তরে
আসিয়া ভারতে এবে রাজ্যের বিস্তাব
করিতেছে চারি দিকে; দুর্দ্দান্ত প্রভাবে
কাঁপায়েছে বীরশ্রেষ্ঠ স্বর্গীয নবাবে।
৬১
“বুদ্ধ আলিবর্দ্দিব সে ভবিষ্যদবাণী
ভুলেছ কি মহারাজ? যদি কোন জন
ইংরাজের তেজোরাশি করিবাবে গ্লানি
যোগাত মন্ত্রণা, বৃদ্ধ বলিত তখন—