পাতা:পলাশির যুদ্ধ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় সৰ্গ।
৪৯

দোলাইব মাতৃভাষা কম কলেবরে,—
সুকবি সুকরে গাঁথা মহাকাব্য ধনে
সজ্জিত যে বরবপুঃ? কিম্বা অসম্ভব
নহে কিছু, হে দুরাশে! তোমার মাযায়;
কত ক্ষুদ্র নর, ধরি পদছায়া তব,
লভিয়াছে আমবতা এ মর ধরায়।
অতএব দয়া করি, কহ, দষাবতি।
কি চিত্রে রঞ্জিছ আজি শ্বেত-সেনাপতি?

১৯


শিবিব অনতিদূবে, বসি তরুতলে
নীববে ক্লাই ব, মগ্ন গভীব চিন্তাষ।
গম্ভীর মুখশ্রী, কিন্তু বদনমণ্ডলে
নাহি সুরূপের চিহ্ন; মনোহারিতায়
নাহি বঞ্জে শ্বেত কান্তি; অথচ যুবাব
সর্ব্বাঙ্গ সৌষ্ঠবময়। প্রশস্ত ললাট
বীবত্বের রঙ্গভূমি, জ্ঞানের আধার।
বক্ষঃস্থল যেন যমপুবীর কপাট,—
প্রশস্ত সুদৃঢ়; বহে তাহার ভিতর
দুরাকাংক্ষা, দুঃসাহস, স্রোতঃ ভয়ঙ্কর।