এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
পলাশির যুদ্ধ।
ডুবিবে ব্রিটিশ রাজ্য, যাবে রসাতল
ব্রিটিশ-গৌরব-রবি হবে অন্তর্হিত।
যদি ভীম ভূকম্পনে ভাঙ্গে শৃঙ্গবব,
পড়ে তরু গুল্ম হর্ম্ম্য সহিত শিখর।
২৪
“একই ভরসা মিরজাফর যবন।
যবনেরা যেইরূপ ভীব প্রবঞ্চক,
ইহাদের সন্ধিপত্রে বিশ্বাস স্থাপন
করি কোন্ মতে? যেন ভীষণ তক্ষক
আছে পাপী উমিচাঁদ, ফণা আস্ফালিয়া।
যেই মহামন্ত্রে মুগ্ধ কবিয়াছি তাবে
যদি সে জানিতে পাবে, ক্রোধে গবজিয়া
একই নিশ্বাসে পাপী নাশিবে সবাবে।
নর-রক্তে সন্ধিপত্র হবে প্রক্ষালিত,
অন্ধকূপ-হত্যা পুনঃ হবে অভিনীত।
২৫
“যদি প্রতারণা মিরজাফরের মনে
থাকে,—এখনও নাহি চিহ্ন মাত্র তার—
যদি এই সন্ধি মিরজাফরের সনে
হয় দুষ্ট নবাবের ষড়যন্ত্র সার;